সিংগাইরে ধর্ষণের ঘটনায় ৫ মাসের অন্তঃসত্ত্বা দৃষ্টি প্রতিবন্ধী কিশোরী
প্রকাশিত: ১০-৭-২০২৪ দুপুর ২:২৭
মানিকগঞ্জের সিংগাইরে ধর্ষণের ঘটনায় এক দৃষ্টি প্রতিবন্ধী কিশোরী (১৪) ৫ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দিতে ওই কিশোরীকে অজ্ঞাত কোথাও সরিয়ে ফেলার অভিযোগ উঠেছে অভিযুক্ত পরিবারের বিরুদ্ধে।
উপজেলার জামির্ত্তা ইউনিয়নের পানিশাইল গ্রামে ঘটনাটি ঘটে। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী বাবুলের ছেলে অনিক(১৮)। ধর্ষণের অভিযোগে ভিকটিমের মা ৯ জুলাই সিংগাইর থানায় একটি অভিযোগ করেছেন।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, ভিকটিমের প্রতিবেশী পানিশাইল গ্রামের প্রবাসী বাবুলের ছেলে অনিক (১৮) গত ২০ মার্চ বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরে প্রবেশ করে ভিকটিমের মুখে গামছা পেঁচিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। ধর্ষন শেষে ঘরে থাকা দা নিয়া ভিকটিমের গলায় ধরে এ বিষয়ে কাউকে কিছু বললে খুন করার হুমকি দিয়ে চলে যায়। ভিকটিম মৃত্যুর ভয়ে বিষয়টি কাউকে জানায় নি। ধর্ষনের ফলে ভিকটিম ৫ মাসের অন্তস্বত্বা হয়ে পড়ে। ভিকটিমের মা জানতে পারলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ভিকটিম উপরোক্ত ঘটনার বর্ণনা করেন। ঘটনাটি অভিযুক্ত অনিকের পরিবারকে জানালে তারা ধামাচাপা দিতে মা ও মেয়েকে হত্যার হুমকি দেয়।
ভিকটিমের মা জানান, গত ৮ জুলাই অভিযুক্ত অনিকের খালু ও খালা (সাভার বাড়ি) তার বাড়িতে গিয়ে জীবন নাশের হুমকি প্রদান করে ১০০ টাকা মূল্যের ৩টি নন জুডিসিয়াল স্ট্যাম্পে জোর পূর্বক টিপসই নেয়। মেয়ের পেটের বাচ্চা এবরশন করার জন্য হাসপাতালে নেওয়ার কথা বলে জোর করে বাড়ি হইতে নিয়ে যায়। এখনো মেয়েকে আমার কাছে ফেরত দেয় নাই। বিবাদীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের বাড়িতে পাওয়া যাইতেছে না। আমার মেয়ে জীবিত আছে নাকি কোথায় আছে তার কোনো খোজ খবর পাচ্ছি না।
এবিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়ারুল ইসলাম জানান, এঘটনায় একটি অভিযোগ পেয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।