প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চেক বিতরণ করলেন এমপি রশীদুজ্জামান
প্রকাশিত: ২০-৬-২০২৪ দুপুর ৩:৫১
খুলনার কয়রায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্যের চেক বিতরণ করা হয়েছে। কয়রায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে বৃহস্পতিবার (২০ জুন ) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বি এম তারিক-উজ জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপকার ভোগীদের কাছে চেক হস্তান্তর করেন খুলনা -৬ আসনের সংসদ সদস্য মো. রশীদুজ্জামান। এসময় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৬ জনকে ৩ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। এসময় এমপির ঐচ্ছিক তহবিল থেকে উপজেলার অসচ্ছল ছাত্র/ছাত্রী ও অসুস্থ অসহায়দের মাঝে অনুদান হিসেবে নগদ ১ লক্ষ ২১ হাজার টাকা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বি এম তারিক উজ জামান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এমপি রশীদুজ্জামান বলেন-মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবতার মা।এটা তিনি বার বার প্রমাণ করেন। তিনি জনমানুষের পাশাপাশি নেতাকর্মীদেরও সেবা করে যাচ্ছেন।তিনি বিভিন্ন ভাবে মানুষকে সহায়তা করে থাকে। বিশেষ করে যারা জটিল রোগে আক্রান্ত, তাদের আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রধানমন্ত্রী মানবতার মা। উনার উদ্দেশ্যে মানুষের পাশে দাঁড়ানো। আমি নিজেও অনেক আনন্দিত সুপারিশ করে দুস্থ মানুষের জন্য প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা এনে দিতে পেরে। সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন।পরে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এ উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জি এম মোহসিন রেজা, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান এ্যাড. মেহেদী হাসান,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, আওয়ামী লীগের নেতা কর্মীসহ উপকারভোগী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।