চৌগাছায় শক্তি ফাউন্ডেশনের সহযোগীতায় চারশ কৃষক পেল নানা ধরনের কৃষি উপকরণ

news paper

ইমাম হোসেন সাগর, চৌগাছা

প্রকাশিত: ১০-৬-২০২৪ দুপুর ১:৪৬

136Views

 ’বাঁচলে কৃষক, বাঁচবে দেশ উন্নয়নে বাংলদেশ’ এই ¯েøাগানকে সামনে রেখে যশোরের চৌগাছায় চার’শ কৃষক কৃষানীর মাঝে কৃষি উপকরণ হিসেবে বিনামূল্যে সার, কীটনাশক ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্তরে শক্তি ফাউনেন্ডশনের সহযোগীতা ও ঢাকা ব্যাংক পিএলসি’র অর্থায়নে সার, বীজ ও কীটনাশক বিতরণ করা হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শক্তি ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর, হেড অব এ্যাডমিনিষ্ট্রেশন শরীফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা।
বিশেষ অতিথির আলোচনা করেন, উপজেলা কৃষি অফিসার মোসাব্বির হোসাইন, থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, ঢাকা ব্যাংকের এক্্িরকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও প্রধান, এমএসইমি কাতেবুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান, এগ্রিকালচার ব্যাংকিং মিনহাজ মহসিন মিশু। এসময় ঢাকা ব্যাংক ও শক্তি ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ এবং চৌগাছা, পুড়াপাড়া, ঝিনাইদহ জেলার মহেশপুর ও বারবাজার এলাকার চারশত কৃষক উপস্থিত ছিলেন। আলোচনা শেষে নেতৃবৃন্দ কৃষকদের মাঝে বীজ, সার ও কীটনাশক বিতরণ করেন। 

আরও পড়ুন