কাশিমপুরে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি

news paper

আমজাদ হোসেন

প্রকাশিত: ১৪-৫-২০২৪ বিকাল ৫:৩০

98Views

গাজীপুরের কাশিমপুরে বাড়ীর মালিক ও ভাড়াটিয়া এক চায়না নাগরিকের মাথায় অস্ত্র ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৩ মে) দিবাগত রাত ১ টার দিকে  মাধবপুর  এলাকার মিয়াজুদ্দিন মিয়নের বাড়িতে এই ঘটনা ঘটে। এ সময় ডাকাত দলের সদস্যরা আট লক্ষ টাকার নগদ অর্থ এবং কয়েক ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।  

বাড়ীর মালিক মিয়ন জানায়, সোমবার রাতে ৭/৮ জনের সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা জানালার গ্রিল কেটে বাড়ীতে প্রবেশ করে। আমার মাথায় অস্ত্র ঠেকিয়ে আমার হাত মুখ বেধে  জিম্মি করে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ আট লক্ষ টাকা ছিনিয়ে নেয়। 

পরে তারা আমার ফ্লাটের নিচ তলা থাকা একজন চায়না নাগরিকের রুমে নিয়ে যায়,  সেখানে সে দরজা না খুলতে চাইলে লক ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে মাথায় আঘাত রক্তাক্ত করে।  চায়না নাগরিক এসময় নিচে পড়ে গেলে তার ঘর তছনছ করে তারা পালিয়ে যায়।চায়না নাগরিকের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনারসহ  ডিবির একটি তদন্তদল ঘটনা স্থল পরিদর্শন করেন। এসময় কাশিমপুর থানার  পুলিশ পরিদর্শক( তদন্ত) জানিয়েছে, এখন পর্যন্ত আমরা কাউকে গ্রেফতার করতে পারিনি,  তদন্ত করে অতিদ্রুত আমরা ব্যবস্থা নিব।


আরও পড়ুন