পাঁচবিবিতে ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন

news paper

পাঁচবিবি, প্রতিনিধি

প্রকাশিত: ৩১-৫-২০২১ দুপুর ৪:২৬

32Views

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের বহুল কাঙ্ক্ষিত তুলশীগঙ্গা নদীর ওপর ব্রিজ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (৩১ মে) দুপুর ১২টায় আটাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন মণ্ডলের সভাপতিত্বে উপজেলা এলজিইডির বাস্তবায়নে প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে উদ্বোধনী বিশাল জনসভায় সরকারের ব্যাপক উন্নয়নের কথা তুলে ধরে বক্তব্য রাখেন প্রধান অতিথি জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ অ্যাড. সামছুল আলম দুদু এমপি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মণ্ডল, উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ও শিক্ষক সুমন চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি এসকে আব্দুল হক, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জিহাদ মণ্ডল, আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু চৌধুরী, পাঁচবিবি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম শামিম হোসেনসহ সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ‍এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।


আরও পড়ুন