জয়পুরহাট-২ আসনের আক্কেলপুর নির্বাচনী এলাকার হালচাল

news paper

শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর

প্রকাশিত: ২-১২-২০২৩ দুপুর ৪:৬

498Views

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের হাওয়া বইছে দেশের সর্বত্র এলাকায়। জয়পুরহাট জেলাও এর ব্যতিক্রম নয়। জয়পুরহাট জেলায় দুটি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে জয়পুরহাট-২নং আসনে মোট ৯ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে মনোনয়ন দাখিল করেছেন। এই ৯ জনের মধ্যে ৪ জন জয়পুরহাট জেলাধীন আক্কেলপুর উপজেলার বিভিন্ন এলাকার স্থায়ী বাসিন্দা।
সংসদীয় আসন ৩৪ (জয়পুরহাট সদর ও পাঁচবিবি) জয়পুরহাট-১ ও ৩৫ (আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল) জয়পুরহাট-২ মিলে জয়পুরহাট জেলার দুটি আসন। জয়পুরহাট-১ আসনে ১০ জন ও জয়পুরহাট-২ আসনে ৯ জন মনোনয়ন জমা দিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, জয়পুরহাট-২ আসনে দলীয় মনোনয়ন জমা দিয়েছেন বাংলাদেশ আ’লীগ থেকে জয়পুরহাট সদর উপজেলার শান্তিনগর এলাকার আবু সাঈদ আল্ মাহমুদ স্বপন , ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) থেকে আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের জাফরপুর এলাকার মো: আবু সাঈদ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের নূরনগর এলাকার আবুল খায়ের মো: সাখাওয়াত হোসেন, জাকের পার্টি থেকে কালাই উপজেলার সমশিরা এলাকার মো: গোলাম রসুল, বাংলাদেশ কংগ্রেস থেকে আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের জাফরপুর এলাকার মো: নয়ন, জাতীয় পার্টি থেকে কালাই উপজেলার বিয়ালা এলাকার আবু সাইদ নুরুল্লাহ এবং সতন্ত্র প্রার্থী হিসেবে ক্ষেতলাল উপজেলার কানাইপুকুর এলাকার মো: আতোয়ার রহমান মন্ডল, কালাই উপজেলার কাদিরপুর এলাকার মো: আব্দুল রাজ্জাক সরদার ও আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের চকবিলা মো: গোলাম মাহফুজ চৌধুরী অবসর।  (স্থায়ী ঠিকানা) 
আক্কেলপুর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে আক্কেলপুর উপজেলার ৩৬টি কেন্দ্রে ২৬২টি (স্থায়ীও অস্থায়ী) কক্ষে ভোট গ্রহণ করা হবে। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ২০ হাজার ৯’শ ৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬০ হাজার ৩’শ ৬১ জন, মহিলা ভোটার ৬০ হাজার ৫’শ ৬৯ জন। কেন্দ্রে ভোট গ্রহণ কার্যক্রমে পরিচালনা করবেন সরকারি বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৮’শ ২২ জন কর্মকর্তা-কর্মচারী। 
আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আক্কেলপুরের সর্বত্র রাজনৈতিক ব্যক্তিত্বসহ ভোটারদের মধ্যে চলছে নানা আলোচনা। নেতা-কর্মীদের পাশাপাশি অনেক প্রার্থীই বিভিন্নভাবে এই এলাকায় জানান দিচ্ছেন নির্বাচনে অংশগ্রণের অস্তিত্ব। প্রশাসনের পক্ষ থেকেও ইতিমধ্যেই নেওয়া হয়েছে নানা প্রস্তুতি।
আক্কেলপুর উপজেলা আনসার ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী এই উপজেলায় প্রতিটি কেন্দ্রে ১২ জন করে মোট ৪’শ৩২ জন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে পুরুষ সদস্য ৮ জন ও মহিলা সদস্য ৪ জন।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন,‘ আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে থানা পুলিশ এই এলাকার সর্বত্র নজরদারি পরিচালনা করছে ও সর্তর্ক অবস্থানে রয়েছে।’
আক্কেলপুর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুরুল আলম বলেন,‘আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। মনোনয়নপত্র বাছাই কার্যক্রম  চলছে। প্রত্যেকের প্রতি নির্বাচনী আচরণবিধি মান্য করার জন্য অনুরোধ রইল।’


আরও পড়ুন