আমার এ দেশ

news paper

জি.বি.এম রুবেল আহম্মেদ, মাদারগঞ্জ

প্রকাশিত: ২১-১১-২০২৩ বিকাল ৬:২

45Views

আমার এ দেশ

জি.বি.এম রুবেল আহম্মেদ 

 

শস্য শ্যামলা আমার এ দেশ 

সবুজ সমারোহ্ নাই তো শেষ।

গাছে গাছে ফুটে আছে কত ফুল 

মধু খেয়ে বাঁচে প্রতঙ্গকুল।

হয়না তো তুলনা কারো'র সাথে 

পশ্চিমাকাশে রংধনু গাঁথে।

শস্যে ভরপুর ফসলি মাঠ 

আষাঢ় বানে ভাসে নদীর ঘাট।

গোধূলিতে ঐ পাখির গুঞ্জন 

ঘনিয়ে আসে আঁধার রঞ্জন।

এ দেশ'ই আমাদের মা ও মাটি 

যেন সোনার চেয়েও বেশি খাঁটি ।


আরও পড়ুন