চট্টগ্রামে খুলশীতে ছুরিকাঘাতে যুবক খুন

news paper

সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ২১-১১-২০২৩ বিকাল ৫:৫

55Views

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় হৃদয় (২৪) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর)দুপুর দেড়টার দিকে আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কি কারণে,কারা তাকে ছুরিকাঘাত করেছে তা জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার। তিনি দৈনিক সকালের সময় কে বলেন, হৃদয় নামে এক যুবক খুন হয়েছেন। তবে কি কারণে খুন করা হয়েছে বিস্তারিত জানি না। আমরা ঘটনাস্থলে যাচ্ছি তদন্ত শেষে বলা যাবে ।

এ সময় চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক দৈনিক সকালের সময় কে জানান,ছুরিকাঘাতে হৃদয় নামে এক যুবককে আহত অবস্থায় হাসপাতালের ২ নম্বর ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে, হৃদয়কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনায়নকারী জাহেদ জানান, অজ্ঞাতনামা একব্যক্তি হৃদয়কে ছুরিকাঘাত করে। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের ২ নম্বর ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন