ভোলায় ককটেল বিস্ফোরণ, অটোরিকশায় আগুন

news paper

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ২-১১-২০২৩ দুপুর ৩:৩৪

110Views

বিএনপির ডাকা তৃতীয় দিনের অবরোধ কর্মসূচি চললেও ভোলায় জনজীবন ছিলো অনেকটা স্বাভাবিক।বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল থেকেই লঞ্চ ও বাস চলাচল ছিলো স্বাভাবিক। তবে গতকাল বুধবার মধ্যরাত ও বৃহস্পতিবার সকালে জেলার দৌলতখান ও চরফ্যাশনে একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
 
এ সময় বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়িয়ে দেন তারা। পুলিশ এ ঘটনায় তিনজনকে আটক করেছে।
 
এদিকে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। ভোলা-লক্ষীপুর সড়কের ইলিশ স্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ করে জেলা বিএনপির নেতাকর্মীরা। তবে এতে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ নিরাপত্তা জোরদার রয়েছে।
 
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বলেন, মানুষের নিরাপত্তায় পুলিশ শক্ত অবস্থানে রয়েছে। বিশৃঙ্খলার অভিযোগে চরফ্যাশনে ও দৌলতখান থেকে তিনজনকে আটক করা হয়েছে। 

আরও পড়ুন