খানসামায় সামাজিক অপরাধ রোধকল্পে থানা পুলিশের উঠান বৈঠক
প্রকাশিত: ৩-১০-২০২৩ বিকাল ৫:৩৬
দিনাজপুরের খানসামায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ এবং বিভিন্ন সামাজিক অপরাধ রোধকল্পে থানা পুলিশের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের হাসিমপুর আওকরা মসজিদ উচ্চ বিদ্যালয়ে এবং গোয়ালডিহি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন বীরগঞ্জ সার্কেল খোদাদাত হোসেন,খানসামা থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়।
এসময় আরও উপস্থিত ছিলেন গোয়ালডিহি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চিত্তরঞ্জন রায় ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, হাসিমপুর আওকরা মসজিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান চৌধুরী, গোয়ালডিহি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল ডাবলু শাহসহ,থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যসহ স্থানীয় ব্যক্তিবর্গ।