সাতক্ষীরা ঘোনা মাধ্যমিক বিদ্যালয়ের পাতানো নিয়োগ বোর্ড স্থাগিত

news paper

এস কে কামরুল হাসান, সাতক্ষীরা

প্রকাশিত: ৩-১০-২০২৩ দুপুর ৪:৫১

24Views

সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী ঘোনা ইউনিয়ন অবস্থিত ঘোনা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে পাতানো নিয়োগ স্থগিত হয়ে  গেছে।
 
অভিযোগে জানা গেছে, ঘোনা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের পরে ১২ জন প্রার্থী আবেদন করেন। ২ অক্টোবর, ২০২৩ রবিবার সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা শহরের নবারুণ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের গেটে তালা দিয়ে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান ও সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয় সহকারী শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহের উপস্থিতিতে ১০ লাখ টাকায় পাঠানো নিয়োগ বোর্ড পাতান প্রতিষ্ঠানের সভাপতি ফজলুর রহমান মোশা।
 
এদিকে, রাতে নবারুণ বালিকা বিদ্যালয়ে নিয়োগ বোর্ড বসানোয় সেখানে উপস্থিত হন স্থানীয়রা। তারা জানতে চান রাতে স্কুল খোলা কেন? এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মালেক কোন সদুত্তর দিতে পারেননি। 
 
অপরদিকে, জনরোষে পড়ে, ডিজির প্রতিনিধি সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান ও সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয় সহকারী শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ ও ঘোনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পালিয়ে যান।
 
এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান ও সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয় সহকারী শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, আমরা চিঠি পেয়ে এসেছি। তবে, রাতে বিদ্যালয়ের গেটে তালা দিয়ে কেনো পরীক্ষা নিচ্ছেন? এই প্রশ্নের কোন উত্তর দেননি।
 
প্রধান শিক্ষক হাসানুর রহমান বলেন, আমি কিছু জানি না। সবকিছু সভাপতি করছেন। 
 
ঘোনা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সভাপতি ফজলুর রহমান মোশার কাছে রাতের অন্ধকারে কেন নিয়োগ নিয়োগ পরীক্ষা হচ্ছে জানতে চাইলে বলেন, সময় স্বল্পতার কারণে এমনটি হয়েছে। ১০ লাখ টাকা লেনদেনের বিষয়টি অস্বীকার করেন।
 
মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেকের কাছে সন্ধ্যার পরে স্কুলে তালা লাগিয়ে কি হচ্ছে জানতে চাইলে বলেন, নিয়োগ পরীক্ষা হচ্ছে। তারা আমার কাছে রুম চেয়েছে। তাই দিয়েছি। আর কিছু বলতে পারব না।

আরও পড়ুন