মদনে পূজা উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ৩-১০-২০২৩ দুপুর ২:৪৫
নেত্রকোনার মদনে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৩ শান্তিপূর্ণভাবে ও আনন্দমূখর পরিবেশে উদযাপন করার লক্ষ্যে, মদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দে সঙ্গে (৩ অক্টোবর) রোজ মঙ্গলবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাজ্জাদুল হাসান, মাননীয় সংসদ সদস্য -১৬০ নেত্রকোনা- ৪ আসন।আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মাস্টার, পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, অতিরিক্ত পুলিশ সুপার খালিয়াজুরি সার্কেল রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ (সভাপতি )বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম হান্নান তালুকদার শামীম, উপজেলা ৮ ইউপি চেয়ারম্যান জনপ্রতিনিধি , মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান এবং উপজেলার সকল দপ্তরের সরকারি কর্মকর্তগন, উপজেলা পূজা কমিটির সভাপতি স্বপন পালসহ পূজা কমিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন
প্রধান অতিথি,নেত্রকোনা -৪ আসনের জাতীয় সংসদ সদস্য সাজ্জাদুল হাসান তিনি বলেন, ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক চেতনায় মদনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে ,আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৩ শান্তিপূর্ণভাবে ও আনন্দমূখর পরিবেশে পূজা উদযাপন করার লক্ষ্যে পুলিশকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন তিনি। এবং সকলকে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।এছাড়াও প্রতিটি পূজা মন্ডপ নিজস্ব সিসি ক্যামেরার আওতায় আনার জন্য সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটিকে নির্দেশনা প্রদান করেন তিনি।