সবচেয়ে বড় কোচিং বহর নিয়ে বিশ্বকাপে বাংলাদেশ
প্রকাশিত: ৩-১০-২০২৩ দুপুর ২:১৫
তাদেরকে বলা চলে আড়ালের নায়ক। কিংবা পাপেট মাস্টার। মাঠে না থেকেও খেলার পেছনে অদৃশ্য সুতা ধরে রেখে ম্যাচের গতিপথ নিয়ন্ত্রণ করেন একেকজন কোচ। ফুটবলের মত ডাগআউটে ব্যস্ত সময় পার না করলেও ড্রেসিংরুম থেকে কিংবা ম্যাচের আগে খেলোয়াড়দের তৈরি করার কাজটা করেন কোচরাই।
বিশ্বকাপের আসরে খেলোয়াড়দের পাশাপাশি নজর থাকবে এসব কোচদের উপরেও। এবারের বিশ্বকাপে ক্রিকেট জগতের অনেক কিংবদন্তিকেই দেখা যাবে কোচের ভূমিকায়। রাহুল দ্রাবিড়, অ্যালান ডোনাল্ড, মরনে মরকেল, গ্রাহাম গুচরা থাকবেন ড্রেসিংরুমের মাস্টারমাইন্ড হয়ে।
এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি কোচ নিয়ে হাজির হচ্ছে বাংলাদেশ। ১৫ জনের দলের সঙ্গে আছেন ৮জন কোচ। তবে বেশিরভাগ দলেই কোচের সংখ্যা ৪।
বিশ্বকাপের ১০ দলের কোচ ও স্টাফ:
বাংলাদেশ
হেড কোচ: চন্ডিকা হাথুরুসিংহে
অ্যাসিস্টেন্ট কোচ: নিক পোথাস, ফাস্ট বোলিং কোচ: অ্যালান ডোনাল্ড, স্পিন বোলিং কোচ: রঙ্গনা হেরাথ, ফিল্ডিং কোচ: শেন ম্যাকডারমট
অ্যাসিস্টেন্ট ফিল্ডিং কোচ: ফয়সাল হোসেন, টেকনিক্যাল কনসালট্যান্ট: শ্রীধরন শ্রীরাম, টিম ডিরেক্টর: খালেদ মাহমুদ সুজন।
পাকিস্তান
হেড কোচ: গ্রান্ট ব্রাডবার্ন
ব্যাটিং কোচ: অ্যান্ড্রু পুটিক, বোলিং কোচ: মরনে মরকেল, ফিল্ডিং কোচ: আফতাব খান
ডিরেক্টর: মিকি আর্থার, অ্যাসিস্টেন্ট কোচ: আবদুল রেহমান।
ইংল্যান্ড
হেড কোচ: ম্যাথিউ মট
ব্যাটিং কোচ: গ্রাহাম গুচ, ফাস্ট বোলিং কোচ: নিল কিলিন, স্পিন বোলিং কোচ: জিতেন প্যাটেল, ফিল্ডিং কোচ: কার্ল হপকিনসন।
আফগানিস্তান
হেড কোচ: জনাথন ট্রট
ব্যাটিং কোচ: মিলাপ মেওয়াদা, বোলিং কোচ: হামিদ হাসান, অ্যাসিস্টেন্ট কোচ: রইস আহমাদজাই, ফিল্ডিং কোচ: রিয়ান মারন
বাম থেকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ড হেডকোচ
ভারত
হেড কোচ: রাহুল দ্রাবিড়
ব্যাটিং কোচ: বিক্রম রাঠোর বোলিং কোচ: পরশ মামব্রে, ফিল্ডিং কোচ: টি দিলীপ
অস্ট্রেলিয়া
হেড কোচ: অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড
ব্যাটিং কোচ: মাইকেল ডি ভেনুতো, বোলিং কোচ: ড্যানিয়েল ভেট্টোরি, ফিল্ডিং কোচ: আন্দ্রে বরোভেচ
নিউজিল্যান্ড
হেড কোচ: গ্যারি স্টেড
ব্যাটিং কোচ: লুক রঙ্কি, বোলিং কোচ: শেন জার্গেনসন, ফিল্ডিং কোচ: জেমি ফোস্টার
সাউথ আফ্রিকা
হেড কোচ: রব ওয়াল্টার
ব্যাটিং কোচ: জেপি ডুমিনি, বোলিং কোচ: এরিক সিমন্স, ফিল্ডিং কোচ: ওয়ান্দিল গাভু
শ্রীলঙ্কা
হেড কোচ: ক্রিস সিলভারউড
ব্যাটিং কোচ: নাভিদ নওয়াজ, স্পিন বোলিং কোচ: পিয়াল উইজাতুঙ্গে, ফিল্ডিং কোচ: অ্যান্টন রক্স
নেদারল্যান্ডস
হেড কোচ: রায়ান কুক
অ্যাসিস্টেন্টস: হেইনো কুন, রায়ান ভ্যান নিকার্ক, শেন বার্গার