ভিসা নীতি নিয়ে পুলিশ ভাবমূর্তি সংকটে পড়বে না: আইজিপি

news paper

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫-৯-২০২৩ দুপুর ৪:১৭

103Views

আমেরিকার ভিসা নীতি নিয়ে পুলিশ কোনো ইমেজ (ভাবমূর্তি) সংকটে পড়বে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরি আব্দুল্লাহ আল মামুন।

তোপখানা রোডে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারে পর্যটকদের নিরাপত্তা নিয়ে ‘পর্যটন নিরাপত্তায় ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলা: বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের ভাবনা’ শীর্ষক সেমিনার শেষে আজ সোমবার সকালে এ কথা বলেন আইজিপি।

আইজিপি বলেন, নির্বাচ‌নের সময় ক‌মিশন‌ পু‌লিশ‌কে যে দা‌য়িত্ব দেবে সে‌টিই পা‌লন করা হ‌বে। নির্বাচনকে সাম‌নে রে‌খে অবৈধ অস্ত্র উদ্ধা‌রে বি‌শেষ অভিযান চালাবে পু‌লিশ।

চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আইনপরিপন্থী কাজ যেই করছে তাকেই শাস্তির আওতায় আনা হচ্ছে। পুলিশকেও ছাড় দেওয়া হচ্ছে না।

তেজগাঁওয়ে গোলাগুলির ঘটনায় আইনজীবী ভুবন চন্দ্র শীলের মৃত্যু নিয়ে আইজিপি বলেন, হত্যাকারীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।


আরও পড়ুন