জ্ঞান -বিজ্ঞান, নীতি নৈতিকতায় সমৃদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবেঃইবি ভিসি

news paper

শাহনেওয়াজ আলী, ইবি থানা

প্রকাশিত: ২৪-৯-২০২৩ দুপুর ১:৪৬

82Views

ইবি'র ভিসি প্রফেঃড.মোঃশেখ আঃসালাম বলেছেন, ইবির শিক্ষার্থীদের জ্ঞান -বিজ্ঞান, নীতি নৈতিকতায় সমৃদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে।ধর্মীয় কু সংস্কারের বেড়াজাল ছিন্ন করে আধুনিক যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত হতে হবে।ইসলামী বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করতে কাজ করছে।২৩ সেপ্টেম্বর আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ১ম আ্যলামনাই অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এ অনুষ্টানের আয়োজন করে।১৯৯১-৯২ইং সেশন থেকে ২০২২-২৩ইং সেশনের শিক্ষার্থীদের আগমনে ক্যাম্পাস নতুন রূপে সজ্জিত হয়।বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ বিভাগের সভাপতি ড.প্রফেঃসৈয়দ মাকসুদুর রহমানের সভাপতিত্ব বক্তব্য দেন প্রো- ভিসি প্রফেঃড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেঃ ড.আলমগীর হোসেন ভূইয়া, প্রক্টর ড.শাহাদাৎ হোসেন আজাদ, ছাত্র উপদেষ্টা ড.প্রফেঃশেলিনা নাসরীন, ধর্মতত্ব অনুষদের ডিন প্রফেঃড.এরশাদ উল্লাহ,আল হাদিস বিভাগ খোলার সময়কার সভাপতি প্রফেঃ ড.আ খ ম ওয়ালিউল্লাহ এবং বিভিন্ন সেশনের শিক্ষার্থী প্রমূখ।খুলনা থেকে আসা এ বিভাগের সাবেক শিক্ষার্থী লাবিব হাসানের কন্ঠে গাওয়া ইসলামী সঙ্গীত আমন্ত্রিত অতিথিবৃন্দ উপভোগ করেন। আলোচনা অনুষ্ঠানের আগে মনোমুগ্ধকর শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 


আরও পড়ুন