শুরুতেই মুস্তাফিজের আঘাত
প্রকাশিত: ২৩-৯-২০২৩ দুপুর ২:২১
ম্যাচের শুরু থেকেই কিউই ওপেনারদের বাউন্স বলের ফাঁদে ফেলার চেষ্টা করছিলেন মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ। অবশেষে ইনিংসের তৃতীয় ওভারের তিন নম্বর বলটি কাজে এসেছে। মিড উইকেটে ফেলা মুস্তাফিজের বলটি সোজা বুকের ওপর উঠে আসছিল। ব্যাট সরাতে গিয়েও ব্যর্থ হয়েছেন উইল ইয়াং, ফলে কানা লেগে তিনি তালবন্দি হয়েছেন উইকেটের পেছনে থাকা লিটন দাসের।