বৃষ্টির পর শুরু খেলা, ম্যাচ এখন ৪২ ওভারের

news paper

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১-৯-২০২৩ দুপুর ৪:৪১

23Views

মিরপুরে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডেতে শুরুর আগে থেকেই রোদ-বৃষ্টির লুকোচুরি চলছিল। তারপরও সময়মতো টস হয়, খেলাও শুরু হয়। কিন্তু বেশিক্ষণ চালানো যায়নি ম্যাচ।

৪.৩ ওভারে নিউজিল্যান্ড বিনা উইকেটে ৯ রান তোলার পর ঝমঝমিয়ে নামে বৃষ্টি। তবে স্বস্তির খবর হলো, প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে খেলা


আরও পড়ুন