ধামরাইয়ে কারখানা থেকে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশিত: ১৯-৯-২০২৩ দুপুর ৪:২৪
ঢাকার ধামরাইয়ে মোঃ অনিক মিয়া (১৯) নামে এক শ্রমিকের কারখানা থেকে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার কালামপুর বাসস্ট্যান্ডে কাছে অবস্থিত করিম টেক্সটাইল লিমিটেড নামে কারখানা থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মোঃ অনিক মিয়া নেত্রকোনা জেলার কুমারপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে। মৃত অনিক করিম টেক্সটাইল লিমিটেডে কর্মরত ছিলেন।
এ বিষয় ধামরাই থানার ওসি হারুন অর-রশিদ বলেন,নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষ করে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো প্রস্তুতি চলছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।