প্রায় শতকোটি টাকায় রাজশাহীতে কারা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

৯৪ কোটি ১২ লাখ ৯৮ হাজার টাকা ব্যয়ে ৩৬ দশমিক ৬৯ একর জমির উপর নবনির্মিত রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) পৌনে ১১ টার দিকে ফলক উন্মোচন ও বেলুন-ফেস্টুন উড়িয়ে কারা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। উদ্বোধনের পর একাডেমি ভবন চত্তরে বৃক্ষরোপণ করেন অতিথিরা।
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সূদুর প্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশকে উন্নত ধনী দেশে পরিণত করার কথা আজ কোন স্বপ্ন নয়। দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন আজ দৃশ্যমান।
নবনির্মিত রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, প্রশাসন ও একাডেমিক ভবন, এম.আই.ইউনিট ভবন, পুরুষ স্টাফ ও প্রশিক্ষণার্থী ব্যারাক, মহিলা স্টাফ ও প্রশিক্ষণার্থী ব্যারাক, অফিসার্স মেস, কমান্ড্যান্ট, ডেপুটি কমান্ড্যান্ট এর বাসভবনসহ অফিসার্স কোয়ার্টার, ১০০০ বর্গফুটের অফিসার্স কোয়ার্টার, গার্ড ভবন, মসজিদ, পাওয়ার হাউস, পাম্প হাউস, ট্রেনিং সেড, ক্যাফেটেরিয়া, পোডিয়াম, প্যারেড গ্রাউন্ড ও সুইমিং পুল ইত্যাদি রয়েছে।
উল্লেখ্য, পদ্মা নদীর উত্তর তীরে রাজশাহী কেন্দ্রীয় কারাগার এলাকায় ১৯৯৫ সালে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম আরম্ভ হয়। ২০১৫ সালের ৯ জুন কারা প্রশিক্ষণ কেন্দ্র, রাজশাহীর নির্মাণ প্রকল্প একনেক সভায় অনুমোদিত হয়।
২০১৬ সালের ২৪ নভেম্বর কারা প্রশিক্ষণ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়। ৯৪ কোটি ১২ লাখ ৯৮ হাজার টাকা ব্যয়ে ৩৬ দশমিক ৬৯ একর জমির উপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা অধিদপ্তরের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং গণপূর্ত অধিদপ্তর কর্তৃক ২০২৩ সালের ৩০ জুন নির্মাণ কাজ সমাপ্ত হয়।
এমএসএম / এমএসএম

টঙ্গীতে মুক্তিযোদ্ধা ও তাদের বেতন-ভাতা নিয়ে কটুক্তির প্রতিবাদ করায় বাড়িতে ঢুকে মারধর

নড়াইল ২ আসনে সংসদ নির্বাচনকে ঘিরে আওয়ামী রাজনীতিতে এক ভয়ংকর জ্বীনের আবির্ভাব

পটুয়াখালীতে শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা, শিক্ষকের বিরুদ্ধে এলাকা বাসীর মানববন্ধন

সদরপুরে মা ইলিশ সংরক্ষণে সচেতনাতামূলক সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে স্বাস্থ্য সচেতনতায় ক্ষুদে ডাক্তাররা

খানসামায় সামাজিক অপরাধ রোধকল্পে থানা পুলিশের উঠান বৈঠক

চট্টগ্রামে ভয়াবহ ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে মৃত্যু: অসহায় স্বাস্থ্য বিভাগ

পরিবেশ ধ্বংস করে জেলা প্রশাসনের নামে চেয়ারম্যানের বালু উত্তোলন

গলাচিপায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নৌকার পক্ষে ভোট চাইলেন মনোনয়ন প্রত্যাশী মেয়র মোস্তাক

পাইকগাছায় জ্বালানি তেল পরিমাণে কম দেয়ায় ২ ব্যবসায়ীকে জরিমানা

রাণীশংকৈলে সামাজিক সম্প্রীতি কমিটির সভা

চট্টগ্রাম রোডমার্চের প্রস্তুতিতে দাগনভূঞায় বিএনপির লিফলেট বিতরণে ছাত্রলীগের হামলা
Link Copied