ঢাকা মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

অনিয়মের অভিযোগে শিক্ষক বরখাস্ত, প্রতিবাদের শিক্ষার্থীদের ক্লাস বর্জন


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৯-২০২৩ বিকাল ৫:২১

টাঙ্গাইলের ভূঞাপুরে বলরামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. লিয়াকত হোসেন তালুকদারকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে ক্লাস বর্জন করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয় মাঠে ঘণ্টাব্যাপি এ কর্মসূচি পালন করে। 

ক্লাস বর্জনের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন অর্জুনা ইউপি চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুবকে ঘটনাস্থলে প্রতিনিধি হিসেবে পাঠায়। পরে চেয়ারম্যান শিক্ষার্থী ও এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে সুষ্ঠু সমাধানের আশ^াস দিলে শিক্ষার্থীরা মানববন্ধন থেকে ক্লাসে ফিরে যান।

শিক্ষার্থীরা বলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. লিয়াকত হোসেন তালুকদার স্যারের বিরুদ্ধে বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ ও অনিয়মের অভিযোগ তুলে বরখাস্ত করেছে পরিচালনা পরিষদ। মানববন্ধনে লিয়াকত স্যারকে পুনবহালের দাবি জানাচ্ছি।

ইউপি চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব বলেন, উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসেবে ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সুষ্ঠু সমাধানের আশ^াস দিলে তারা ক্লাসে ফিরে যান। বিদ্যালয় সংশ্লিষ্টদের অবগত করে একটি মিটিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিদ্যালয়ের প্রধানশিক্ষক মোহাম্মদ লুৎফর রহমান বলেন, সহকারী প্রধান শিক্ষক মো. লিয়াকত তালুকদার বিদ্যালয় শৃঙ্খলা ভঙ্গসহ অনিয়ম করায় বিদ্যালয় পরিচালনা পরিষদ তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. সাইফুল ইসলামকে একাধিকবার মোবাইল করলে তিনি রিসিভ করেননি। উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন বলেন, ক্লাস বর্জনের খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি সমাধান করার জন্য পাঠানো হয়। 

এমএসএম / এমএসএম

টঙ্গীতে মুক্তিযোদ্ধা ও তাদের বেতন-ভাতা নিয়ে কটুক্তির প্রতিবাদ করায় বাড়িতে ঢুকে মারধর

নড়াইল ২ আসনে সংসদ নির্বাচনকে ঘিরে আওয়ামী রাজনীতিতে এক ভয়ংকর জ্বীনের আবির্ভাব

পটুয়াখালীতে শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা, শিক্ষকের বিরুদ্ধে এলাকা বাসীর মানববন্ধন

সদরপুরে মা ইলিশ সংরক্ষণে সচেতনাতামূলক সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে স্বাস্থ্য সচেতনতায় ক্ষুদে ডাক্তাররা

খানসামায় সামাজিক অপরাধ রোধকল্পে থানা পুলিশের উঠান বৈঠক

চট্টগ্রামে ভয়াবহ ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে মৃত্যু: অসহায় স্বাস্থ্য বিভাগ

পরিবেশ ধ্বংস করে জেলা প্রশাসনের নামে চেয়ারম্যানের বালু উত্তোলন

গলাচিপায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নৌকার পক্ষে ভোট চাইলেন মনোনয়ন প্রত্যাশী মেয়র মোস্তাক

পাইকগাছায় জ্বালানি তেল পরিমাণে কম দেয়ায় ২ ব্যবসায়ীকে জরিমানা

রাণীশংকৈলে সামাজিক সম্প্রীতি কমিটির সভা

চট্টগ্রাম রোডমার্চের প্রস্তুতিতে দাগনভূঞায় বিএনপির লিফলেট বিতরণে ছাত্রলীগের হামলা