মঠবাড়িয়ায় এ কাজে নতুন দিগন্তের সূচনা হলোঃ ডা: রুস্তম আলী ফরাজী এমপি

news paper

হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া

প্রকাশিত: ১৭-৯-২০২৩ দুপুর ১:১৫

122Views

পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৬ সেপ্টেম্বর বিকাল ৪ ঘটিকার সময় ১০০ শয্যা বিশিষ্ট সরকারী হাসপাতালের কাজের শুভ উদ্বোধন করেন, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা: রুস্তম আলী ফরাজী-এমপি। ৩১ কোটি টাকা প্রকল্পের ৫টি অত্যাধুনিক ভবনের প্রকল্প নির্মাতা প্রতিষ্ঠান মাজদা গ্রুপ ও ঠিকাদার মোহসেন হোসেন। অত্র কাজের নাম ফলকের মোড়ক উন্মোচন করে শুভ উদ্বোধন করে সভা মঞ্চে তিনি আসন গ্রহণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন আবাসিক মেডিকেল অফিসার ডা: ফেরদৌস প্রিন্স, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে প্রধান অতিথির ভাষণে ডা: রুস্তম আলী ফরাজী এমপি বলেন, ১০০ শয্যা হাসপাতালকে ৫টি আধুনিক ভবনের কাজের মধ্য দিয়ে মঠবাড়িয়ায় আজ নতুন দিগন্তের সূচনা হলো। এ কাজ ঠিকাদারী প্রতিষ্ঠানকে ৯ মাসের মধ্যে সমাপ্তি করতে হবে। ৬ তলা বিশিষ্ট ভবনটিতে অত্যাধুনিক লিফ্ট সিস্টেম থাকবে। যে কারণে আগামী দিনে রোগীদের আর ভোগান্তি থাকছে না। পরবর্তীতে ১৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী প্রক্রিয়াধীন। যা সামনের দিঘি ভরাট করে ২৫০ শয্যায় উন্নীত করা হবে। প্রধানমন্ত্রীর কাছে জীবনের আর একটি শেষ দাবী নিয়ে আবেদন জানিয়েছ্ িতা’হলো বৃহত্তর মঠবাড়িয়াকে জেলা ঘোষণা দেয়া। তিনি আমাকে আশ্বস্ত করে বলেছেন, আপতত: এ কাজটি বন্ধ রাখা হয়েছে। পরবর্তীতে এ কাজ করা হলে সর্ব প্রথম আপনার দাবীটিই পূরণ করা হবে। এ সময় তিনি উপস্থিত জনতাকে সম্বোধন করে বলেন, আবার জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। সন্ত্রাস, মাদকমুক্ত, ভূমি দস্যুদের দমন ও ডিজিটাল মঠবাড়িয়া গড়তে পুনরায় আমাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আমি শতভাগ আশাবাদী। এ সময় আমজনতা আবারও ভোট দিয়ে জয়যুক্ত করে তাকে বিজয়ের হাসি উপহার দিয়ে সংসদে পাঠাবেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকি, উপজেলা নির্বাহী অফিসার তার সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। 


আরও পড়ুন