জাতীয় ফুটবল দলের হয়ে আলো ছড়াচ্ছেন কুতুবদিয়ার টিপু

news paper

নজরুল ইসলাম, কুতুবদিয়া

প্রকাশিত: ১৬-৯-২০২৩ দুপুর ১:৩৬

101Views

জাতীয় দলের হয়ে আলো ছড়াচ্ছেন কুতুবদিয়ার টিপু। জাতীয় ফুটবল দলের অন্যতম ডিফেন্ডার টিপু। নিজের যোগ্যতাকে কাজে লাগিয়ে অল্প সময়ের মধ্যে খেলার নৈপুণ্য ও পারদর্শিতায় স্থান করে নিয়েছেন জাতীয় দলে। 
 
আগামী ১৯ সেপ্টেম্বর চিনে অনুষ্ঠিতব্য ১৯তম এশিয়ান গেমসে বাংলাদেশ এর হয়ে অলম্পি ফুটবল দলে খেলবেন তিনি। এরপর ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের লড়াইয়ে অক্টোবরে লাল-সবুজ জার্সিপরে মালদ্বীপের বিপক্ষে খেলবেন তিনি।
 
পাঠকের উদ্দেশ্যে তার সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হলো-
 
পুরো নাম হাসান মুরাদ টিপু। একজন দক্ষ মেধাবী খেলোয়াড়। পিতা-শফিউল আলম। মাতা-মিনুআরা বেগম। তিন ভাই এক বোনের মধ্যে পরিবারের মেজ সন্তান টিপু। কুতুবদিয়া  মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিকের গন্ডি ফেরিয়ে ২০১৩ সালে কুতুবদিয়াড় আদর্শ উচ্চ বিদ্যালয় হতে 
এস এস সি এবং ২০১৫ সালে কুতুবদিয়া কলেজ হতে উচ্চ মাধ্যমিক পাস করেন টিপু।
 
কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে টিপুর ফুটবলে সুচনা। স্কুল ফুটবলে বেশ কয়েকবার চ্যাম্পিয়ন ট্রফি জিতেছেন। কুতুবদিয়া খেলোয়াড় সমিতি প্রথম ফুটবল ক্লাব। চিটাগং কাস্টমস এর হয়ে চিটাগং ফার্স্ট ডিভিশন খেলে চ্যাম্পিয়নের স্বাদ গ্রহণ করেন। এরপর ঢাকা সিটি ইউনাইটেড ক্লাবের হয়ে  তৃতীয় বিভাগ ফুটবলে নাম লেখান টিপু। এরপরেই খেলোয়াড় কোটায় বাংলাদেশ  সেনাবাহিনীতে যোগদান করেন টিপু। সেনাবাহিনী থেকে  স্বাধীনতা ক্রীড়া সংঘের হয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগ খেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। তারপর স্বাধীনতা ক্লাবের হয়ে বিপিএল -এ ভালো পারফরমেন্স করে মোহামেডান ক্লাবের অফিসিয়াল কোর্সের নজর আসেন। ধারাবাহিক ভালো পারফরম্যান্সে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয় মোহামেডান ক্লাব। এরপরপরই ডাক পান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাব চ্যাম্পিয়নশিপের প্রাথমিক দলে।
 
টিপু বলেন, প্রথম ২৩ জন  থেকে আমার জায়গা হয়নি। বাদ পড়ার পরে একটু মন খারাপ হয়েছিল। আল্লাহর রহমতে আবারো জাতীয় দলে ডাক পাইছি। আমি  অনেক খুশি আমার ফ্যামিলি ও খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন সাপোর্ট করবেন যাতে দেশবাসিকে ভালো কিছু উপহার দিতে পারি।

আরও পড়ুন