মাহিনুর জান্নাত মিথিলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না
প্রকাশিত: ১০-৯-২০২৩ বিকাল ৭:২৯
মানসিক জটিলতায় আক্রান্ত মাহিনুর জান্নাত মিথিলা। এ সমস্যার জন্য তাঁর চিকিৎসাও চলমান রয়েছে । গত ৯ সেপ্টেম্বর আনুমানিক বিকেল ৫ টার দিকে বাসা থেকে বের হয়ে যায় মিথিলা। এরপর তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মিথিলার সন্ধান যদি কেউ পেয়ে থাকেন, তাহলে জানানোর জন্য অনুরোধ করেছেন তাঁর পরিবার ও আত্বীয় স্বজন। এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। মিথিলার বাবার নাম নজরুল ইসলাম, মা হালিমা আক্তার। মিথিলার বর্তমান ঠিকানা- জোড়পুকুর, ওয়ার্ড নং-২৮, সদর থানা,গাজীপুর। ফোন- ০১৭১০৮৬১০৯৪