লোহাগড়ায় আত্মত্যার চেষ্টায় ১০ দিন পর গৃহবধূর মৃত্যু

news paper

পিকুল আলম, লোহাগড়া

প্রকাশিত: ৪-৯-২০২৩ দুপুর ৩:৫০

189Views

নড়াইলের লোহাগড়ায় তাজমিরা খানম (২০) নামের এক গৃহবধু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গত রোববার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে তার বাবার বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 
 
নিহত তাজমিরা খানম জয়পুর ইউনিয়নের চর আড়িয়ারা গ্রামের নান্নু মৃধার মেয়ে। উপ জেলার আড়িয়ারা গ্রামের খায়ের মুন্সির ছেলে মামুন মুন্সি (২৫) এর সাথে  তার  এক বছর আগে বিবাহ হয়। লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ ইকবল ও (এসআই) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। স্বজনরা জানান, গত ২৩ আগস্ট তাজমিরা খানমের শশুর বাড়ির লোকজনের সাথে পারিবারিক কলহের জেরে ঘরের সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে ।
 এ সময় তার শাশুড়ি ও দেবর দেখতে পেয়ে তাকে দ্রুত ভ্যান করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে নড়াইল সদর , ঢাকা পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৮ দিন  চিকিৎসার পর শুক্রবার (১ সেপ্টেম্বর) চিকিৎসকরা  তাকে বাড়িতে নিয়ে আসা আসি।চিকিৎসকের পরামর্শ মোতাবেক  চিকিৎসা চলমান  অবস্থায় গত রবিবার (৩ সেপ্টেম্বর) তারিখ আনুমানিক বিকাল ৫ টায় তার মৃত্যু হয়। 
 
লোহাগড়া  থানার অফিসার ইনচার্জ (ওসি)  মো, নাসির উদ্দীন  মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল  সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন