পারভীন লিসা
ইউটিউবে এলো লিসার নতুন গান- ওরে জীবন

সঙ্গীত শিল্পী পারভীন লিসার নতুন গান প্রকাশ হয়েছে ইউটিউবে। ২০ আগস্ট ঘরোয়া এক আয়োজনের মাধ্যমে সঙ্গীত শিল্পী এ ঘোষণা দেন। সঙ্গীত শিল্পী লিসা জানান- শ্রোতাদের নতুন সুরের একটি লোক সঙ্গীত উপহার দেওয়ার জন্য এ প্রয়াস। লিসা জানান- তিনি বেড়ে ওঠেছেন সাস্কৃতিক পরিবারে। ছোটবেলায় বাবা ও মায়ের আদর যত্নের সাথে পেয়েছেন সংগীতের শিক্ষা। তাঁর বাবা আব্দুল বারেক মিয়া পেশায় ছিলেন একজন ব্যাংকার। বাংলাদেশ ব্যাংক এর উপ-পরিচালক ছিলেন তিনি। ব্যাংকের কাজের বাইরে ভালো গান গাইতেন তিনি। টাঙ্গাইল মির্জাপুরের মানুষদের কাছে তিনি ব্যাংকার হিসেবে নয়, সঙ্গীত শিল্পী হিসেবে ছিলেন ব্যাপক পরিচিত। পালাগান করতেন। নাটকের অভিনয় করতেন। পারভীন লিসার মা আনোয়ারা বেগম। ছোটবেলায় মায়ের কাছ থেকেও উৎসাহ পেয়েছেন গান শেখার বিষয়ে। সেই থেকে শুরু। পরিবারের বাইরে তাঁর গান শেখার প্রথম শিক্ষক ওস্তাদ চৈত্রী বসাক। চৈত্রী বসাকের কাছেই শিখেছেন হারমোনিয়াম বাজানো। সাধনা ইয়াসমিন এর কাছে শিখেছেন লালনগীতি। কাজী দেলোয়ার হোসেন এর কাছে শিখেছেন লোক সংগীত। বহু বছর সঙ্গীত চর্চার পর বাংলাদেশ টেলিভিশনে লোক সঙ্গীত বিভাগে তালিকাভূক্ত হয়েছেন ২০১৩ সালে। এখন গানের চর্চা করছেন গুরুজি শফি মন্ডলের কাছে। নিয়মিত বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে গান করেন। লোক গানের পাশাপাশি গাইতে ভালবাসেন নজরুল সঙ্গীত ও আধুনিক গান। এছাড়াও তিনি বেশ কয়েকটি টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠানসহ বিভিন্ন গানের অনুষ্ঠানে নিয়মিত গান করছেন। ইউটিউবে তাঁর একটি চ্যানেল রয়েছে পারভীন লিসা নামে। যেখানে তিনি নিয়মিত বিভিন্ন গানের কভার করে আপলোড দেন। সম্প্রতি তাঁর একটি মৌলিক গান রিলিজ পেয়েছে। গানের কথা ও সুর করেছেন পলাশ লোহ এবং মিউজিক করেছেন বেলাল হোসেন চঞ্চল। ভিডিও ডিরেকশন দিয়েছেন খলিল শেখ। গানটি তাঁর ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে। আরও দুটি গান নির্মাণের কাজ চলছে। গান গেয়ে অনেকদূর যেতে চান সঙ্গীত শিল্পী। সঙ্গীতে তাঁর বাবার স্বপ্ন তিনি বাস্তবায়ন করতে চান।
Sunny / Sunny

মুক্তি পেলো আরিয়ান শান্তর “কন্যা রে তোর মুখের হাসি” গান

‘গুরুত্বপূর্ণ’ দিনে সুখবর জানালেন পরীমণি

নাটকে ক্যারিয়ার গড়তে চান মুবিনুল হক

মৃত্যুর আগে মিথ্যা অপবাদ দিয়ে গেলেন সোহান আঙ্কেল : শাবনূর

মমতাজের বিরুদ্ধে ভারতে গ্রেপ্তারি পরোয়ানা

বাংলাদেশী শাহরুখ ভক্তরা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য থিয়েটার বুক করলো

ব্যাচেলর ‘হাবু ভাই’ এখন বিবাহিত

রিলিজ পেল 'আমার ভাবনায়'

সাকিবের না, ‘খেলা হবে’ বলছেন পরীমণি!

ইউটিউবে এলো লিসার নতুন গান- ওরে জীবন

গায়িকা থেকে নায়িকা জেফার

আমি হাসপাতালে, রাজ কোথায় জানি না: পরীমণি
