জমি লিখে না দেওয়ায় অন্তসত্বা নারীসহ তিনজনকে পিটিয়ে আহত
প্রকাশিত: ১১-৮-২০২৩ দুপুর ৪:৩৭
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বন্ধকী জমি লিখে না দেওয়ায় এক অন্তসত্বা নারীসহ তিনজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে উপজেলার ভায়না ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- পাঁচ মাসের অন্তসত্বা নারী শিল্পী খাতুন (৩০), তার স্বামী ফারুক হোসেন ও শাশুড়ি সামছুন নাহার। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
ফারুক হোসেন অভিযোগ করেন, প্রায় পাঁচ মাস আগে তিনি ১৯ শতাংশ জমি রাশিদুল ইসলাম নামে এক প্রতিবেশির কাছে ৮০ হাজার টাকায় বন্ধক রাখেন। অভাব অনটনের কারনে সেই জমি ফেরত নিতে পারেননি। এরই মধ্যে রাশিদুল মারা গেছেন। এখন তার দুই ভাই তুহিন ও মাসুদ জোর করে জমি লিখে নিতে তাকে প্রায়ই হুমকি দিচ্ছেন।
আহত শিল্পী খাতুন জানান, সকাল সাতটার দিকে তারা ঘুম থেকে ওঠার পর প্রতিবেশি মাসুদ, তুহিন, ফজলু, আলম, মাহবুব ও আনিচসহ আরও কয়েকজন তাদের বাড়িতে আসে। এ সময় তারা একটি সাদা স্ট্যাম্পে জোর করে তার স্বামীর টিপসই নেওয়ার চেষ্টা করে। টিপসই না দেওয়ায় অভিযুক্তরা তাদেরকে লাঠিসোঠা দিয়ে মারধর করে।
তবে এ অভিযোগ অস্বীকার করে তুহিন জানান, আমাদের কাছে তারা ২ লাখ ৭৭ হাজার টাকায় জমি বিক্রি করেছে। রেজিস্ট্রি করে দেওয়ার কথা বললে আজ দিই কাল দিই বলে দিচ্ছে না। এ নিয়ে কয়েকবার শালিসি বৈঠকও হয়েছে। তারপরও তারা জমি রেজিস্ট্রি করে দিচ্ছে না। এ নিয়ে গতকাল সকালে তাদের সাথে বাকবিতন্ডা হয়েছে। মারধরের অভিযোগ সঠিক নয়।
ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা তুষার বলেন, জমি নিয়ে দ্বন্দ্বের বিষয়টি আমি শুনেছি। একপক্ষ বলছে তারা জমি কিনেছেন অন্যপক্ষের দাবি বন্ধক রাখার। প্রকৃত ঘটনাটি কী সেটি আমি বলতে পারছি না।
ওসি আবু আজিফ বলেন, এ বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আ্ইনগত ব্যবস্থা নেওয়া হবে।