জয়পুরহাটে বিদেশী পিস্তল ও গুলিসহ ২ জন আটক
প্রকাশিত: ২৩-৭-২০২৩ দুপুর ১২:৫
জয়পুরহাটের পাঁচবিবিতে ১ টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ ২ জন ব্যাক্তিকে গ্রেফতার করেছে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গতকাল শনিবার বিকেলে জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম এর নির্দেশে পাঁচবিবি পৌরসভার অন্তর্গত পশ্চিম বালিঘাটা টি এ্যান্ড টি পাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামের মৃতঃ আব্দুর রশিদের ছেলে সুজন হোসেন (৩৫) এবং একই গ্রামের মৃতঃ আব্দুল হকের ছেলে জয়নাল আবেদিন লিটন (৩২)।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন।
তিনি আরো জানান এসআই মিজানুর রহমান ও সাগর সরকার সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে পাঁচবিবি পৌর এলাকায় দুইজন অস্ত্র কারবারি পিস্তল ও গুলি নিয়ে বিক্রির উদ্দেশ্যে অপেক্ষা করছে।এ সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ দুইজকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে পাঁচবিবি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।