জয়পুরহাটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী

news paper

রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট

প্রকাশিত: ১৯-৭-২০২৩ দুপুর ৪:০

64Views

জয়পুরহাটে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট -২০২৩ এর উপজেলা পর্যায়ে ৩ দিন ব্যাপী এ টূর্ণামেন্টের  সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।   
 
বুধবার বেলা ১২ টায় জয়পুরহাট স্টেডিয়াম মাঠে পুরষ্কার বিতরণ  অনুষ্ঠিত হয়। 
বিতরণী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও  সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী। 
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার আবু তারেক মো: রওনক আখতার, সহকারি শিক্ষা অফিসার তারিকুল ইসলাম, আব্দুর রহিম প্রধান প্রমুখ। 
 
উপজেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় ফাইনাল খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলে দাদরা প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে খয়েরদাড়া আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

আরও পড়ুন