বাংলাদেশ হয়ে লাল সবুজের পতাকা উড়ালেন নড়াইলের মেয়ে রুপালী
প্রকাশিত: ১১-৭-২০২৩ দুপুর ৩:৩৬
সম্প্রতি জার্মানির বার্লিনে ১৭১দেশের অংশ গ্রহণে অনুষ্ঠিত হলো স্পেশাল অলিম্পিক সামার ওয়াল্ড গেমস ২০২৩ এর সাঁতার প্রতিযোগিতা। নড়াইলে মেয়ে রুপালী দুই ক্যাটাগরিতে স্বর্ণওব্রোজ্ঞ পদক অর্জন করেন।
নড়াইলের সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি (দক্ষিণ পাড়া)গ্ৰামের বর্গাচাষি টুকু মিয়া শেখের মেয়ে রুপালী বয়স১৬ । চার ভাই বোনের মধ্যে রুপালী সকলের ছোট। নানা প্রতিকূলতার মধ্যে বাবা টুকু শেখ ও মাতা রিতা খানমের অক্লান্ত পরিশ্রমে তার এই সাফল্য। বাংলাদেশর হয়ে লাল সবুজের পতাকা বিশ্ব দরবারে সমুজ্জল করায় রাজনৈতিক, সমাজিক ,সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পক্রমুখে ভাসছেন এই জয়িতা
