বিশ্ব পরিবেশ দিবসে ইবি ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি
প্রকাশিত: ৫-৬-২০২৩ বিকাল ৫:৪৩
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। সোমবার (৫ জুন) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন সংলগ্ন বটতলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন দলটির নেতাকর্মীরা।
ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে ফলজ, বনজ ও ঔষধি গাছসহ প্রায় ২০ টি চারা রোপণ করা হয়। এর মধ্যে নিম, বকুল ও কৃষ্ণচূড়া উল্লেখযোগ্য। এ ছাড়া বর্ষা মৌসুমে ১০০০ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংগঠনটির নেতারা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, সহকারী প্রক্টর শরিফুল ইসলাম ও ড. আমজাদ হোসেন উপস্থিত ছিলেন। শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের প্রায় অর্ধশত নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেন।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। ক্যাম্পাসের সৌন্দর্য রক্ষায় আগামীতেও এইরকম কর্মসূচি অব্যাহত থাকবে।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রের নির্দেশনা মোতাবেক আমরা 'গ্রিন উইক' কর্মসূচি হাতে নিয়েছি। এই বৈরী আবহাওয়ার মাঝেও আজকে আমরা মোটামুটি ২০টি গাছের চারা রোপণ করেছি। বৃষ্টির মৌসুম আসলে আমরা পুরো ক্যাম্পাসে আরও এক হাজার গাছের চারা রোপন করব এবং আমরা এই কার্যক্রম অব্যাহত রাখব।