চুয়াডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উদযাপন

news paper

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ২৭-৫-২০২৩ দুপুর ১১:৪৯

34Views

২৬ শে মে শুক্রবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় 'অগ্নিবীণার শতবর্ষ: বঙ্গবন্ধু চেতনায় শানিত রূপ' প্রতিপাদ্যে দুইদিন ব্যাপী চুয়াডাঙ্গায় দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় সন্ধ্যা ৬ ঘটিকার সময় মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর ১২৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরবর্তীতে বৈরী আবহাওয়ার কারণে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠের পরিবর্তে  সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মঞ্জু, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরাফাত রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মনসুর বাবু, উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা,কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।


আরও পড়ুন