গুচ্ছের বি ইউনিটের ফল প্রকাশ

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের বাণিজ্য অনুষদভুক্ত ‘বি’ ইউনিট (মানবিক) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় পাসের হার ৫৬.৩২ শতাংশ।
মঙ্গলবার (২৩ মে) রা ৯টার পর এ ফল প্রকাশ করা হয়। গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd/) লগইন করে ভর্তিচ্ছুরা নিজেদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে ফল দেখতে পারবেন।
গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটি সূত্রে জানা যায়, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট আবেদন করে ৯৬ হাজার ৪৩৪জন। তার মধ্যে পরীক্ষায় অংশগ্রহন করে ৯৪ হাজার ৬৪১ জন। এ ইউনিটে ৫৬ দশমিক ৩২ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। অর্থাৎ ৫৩ হাজার ২৯৬ জন উত্তীর্ণ হয়েছে। অকৃতকার্য হয়েছে ৪৩ দশমিক ৬৮ শতাংশ, অর্থাৎ ৪১ হাজার ৩৩৮ জন। ৭ জন শিক্ষার্থীর খাতা বাতিল করা হয়েছে।
সর্বোচ্চ নাম্বার ৯৩.২৫ পেয়ে প্রথম হয়েছে কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের সিসরাত জাহান। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেন।
এর আগে, গত ২০ মে গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক ‘বি ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মোট ১০০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম

পবিপ্রবি'তে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ

পবিপ্রবিতে বিশ্ব সমুদ্র দিবস পালিত

জাবিতে ১৪ দফা দাবিতে রেজিস্ট্রার ভবন অবরোধ

এইচএসসি পরীক্ষা শুরু ১৭ আগস্ট

শিক্ষককে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ, কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন স্থগিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কৃষি গুচ্ছের আবেদন শুরু হচ্ছে আজ

রাতের আঁধারে জাবিতে অনশনকারী এবং প্রগতিশীল ছাত্রদের উপর হামলা

জাবিতে তিন দফা দাবিতে শিক্ষার্থীর অনশন অব্যাহত

ছাত্রলীগের বিরুদ্ধে 'মিথ্যা সংবাদ' করার অভিযোগ, প্রক্টর বরাবর লিখিত

জবি ছাত্রী হলে সিটের আবেদন শুরু ৭ জুন

বাকৃবিতে দুর্নীতি বিরোধী র্যালি

বিশ্ব পরিবেশ দিবসে ইবি ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি
Link Copied