জবিতে ১ জুলাই থেকে মঙ্গলবারও হবে সশরীরে ক্লাস

news paper

জবি সংবাদদাতা

প্রকাশিত: ২৩-৫-২০২৩ বিকাল ৫:৫

9Views

প্রতি সপ্তাহে একদিন মঙ্গলবার অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরিবর্তন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।  আগামী ১ জুলাই থেকে সপ্তাহে পাঁচদিনই সশরীরে ক্লাস চলবে। 
 
সোমবার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতি সপ্তাহের মঙ্গলবার একদিন অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরিবর্তন পূর্বক আগামী ১লা জুলাই' ২০২৩ হতে প্রতি মঙ্গলবার সশরীরে পুনরায় ক্লাস চালু হবে। তখন শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের পরিবহন সুবিধা চালু থাকবে।
 
উল্লেখ্য, বিদ্যুৎ ও জালানি সাশ্রয়ের কথা বিবেচনায় গত বছরের ৯ আগস্ট থেকে প্রতি সপ্তাহের মঙ্গলবার সকল বিভাগের অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন