মাগুরায় তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
প্রকাশিত: ১৯-৫-২০২৩ দুপুর ১০:৪৮
মাগুরা সদর উপজেলা মঘি ইউনিয়নের কেচুয়াঢুবি গ্রামে হাঁসের বাচ্চা মৃত্যুর ঘটনায় দুই পক্ষের সংষর্ঘে উভয় পক্ষে নারীসহ আহত হয়েছে ৭ জন। আহতরা হলেন, পালাশ রায় (৪০) নিধীর রায় (৪০) মিন্টু রায় (৪০) প্রমীলা রায় (৩০) সুবর্ণা রায় (২২) আমীম রায় (৩৮) স্বপন রায় ( ৩০) আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৮ মে বৃহস্পতিবার কেচুয়াঢুবি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়দের সাথের কথা বলে জানা যায়, সকালে অসীম রায় ও স্বপন রায়ের মধ্যে হাঁসের বাঁচ্চা মারা যাওয়ার বিষয়ে কথা কাটাকাটি হয়। এর এক পযায়ে অসীম রায়ে লোকজন ও স্বপন রায়ের লোকজনের উপর হামলা করে। এতে উভয় পক্ষে নারী পুরুষ এ সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয়ে পক্ষের লোক জন আহত হয়। এ ঘটনায় আহত আসীম রায় বলেন, আড়পাড়া বালিকা বিদ্যালয়ে ৯ম শ্রেণীতে পড়ুয়া আমার মেয়েকে প্রতিবেশী প্রবীরের ছেলে হৃদয় রায় ও অমিত রায়,পরশ রায় দীর্ঘ দিন ধরে স্কুলে যাওয়ার আশার পথে নানা ভাবে উত্তোক্ত করে আসছিল। এর প্রতিবাদে তিন মাস আগে মাগুরা জজ কোটে একটি নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা করেছি। সেই মামলা তুলের নেওয়ার জন্য নানা ভাবে আমাকে হুমকি দিচ্ছেলেন প্রতিবেশী পলাশ রায় ও নিধীর রায়সহ অন্যরা। যার সুত্র আজ আমার বাড়িতে এসে আমাকে হাতুড়ি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে। আমার বাড়ি ঘর ও মোটরসাইকেল ভাংচুর কওে প্রতিপক্ষের লোকজন। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, মঘি ইউনিয়ন কেচুয়াঢুবি গ্রামে হাঁসের বাচ্চা মৃত্যু ঘটনায় দুই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষে লোকজন আহত হয়। আহতদের মাগুরা ২৫০ শস্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। এ ব্যাপারে থানা লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।