কোনাবাড়ীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

news paper

মোখলেছুর রহমান, কোনাবাড়ী

প্রকাশিত: ১৭-৪-২০২৩ বিকাল ৫:২১

30Views

 গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। সোমবার (১৭ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর কোনাবাড়ী পুকুর পাড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শোয়েব শাত-ঈল ইভান। এসময় ৭ টি বাড়ীর অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে ১৬০ টি চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয় । একই সাথে  দু'টি বাড়ীর মালিককে অবৈধ গ্যাস ব্যবহার করার অপরাধে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে অন্যান্য বাড়ীর মালিকরা অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যায়। 
 
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির চন্দ্রা আঞ্চলিক বিপণন শাখার  প্রকৌশলী মোস্তফা মাহবুব জানান, যতদিন পর্যন্ত অবৈধ সংযোগ বন্ধ না হবে ততোদিন পর্যন্ত অভিযান চলমান থাকবে।
 
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক প্রকৌশলী মোখলেসুর রহমান,চন্দ্রা আঞ্চলিক বিপণন শাখার সহকারী ব্যবস্থাপক (রাজস্ব) মো:সাইজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা। উক্ত অভিযানে গাজীপুর মেট্রোপলিটন
পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা সহায়তা করেন। 

আরও পড়ুন