ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

news paper

ফটিকছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ৯-৪-২০২৩ দুপুর ৪:১৪

21Views

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সোহেল নামের এক যুবক নিহত হয়েছে। ৯ এপ্রিল উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ফটিকছড়ি ফায়ার সামনে এ দূর্ঘটনা ঘটে। তাঁদের বাড়ি নারায়নহাট ইউনিয়নের শৈলকোপা গ্রামে।

জানা যায়,নিহত সোহেলসহ আরো দুজন মোটারসাইকেল যোগে ফটিকছড়ি সদর বিবিরহাট আসছিল কেনাকাটার জন্য। ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের সামনে পৌঁছলে ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি  সংঘর্ষ গুরুতর আহত হয় তারা। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মোহাম্মদ সোহেলকে মৃত ঘোষণা করেন। আহত মোহাম্মদ জাপর ও মোহাম্মদ কামাল নামের দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। নাজিরহাট হাইওয়ে পুলিস ফাঁড়ির এস আই পরিমল জানান,আমরা খবর পেয়ে হাসপাতালে আসছি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আরও পড়ুন