সকালের সময় সংবাদ প্রকাশ, ছাত্রলীগ নেতাকে অব্যাহতি
প্রকাশিত: ২৪-৩-২০২৩ বিকাল ৫:৫২
দৈনিক সকালের সময় পত্রিকায় সংবাদ প্রকাশের ফলে ঢাকা মহানগর দক্ষিনের সবুজ বাগ থানার ৪নং ওয়ার্ডের ছাত্রলীগের নেতাকে অব্যাহতি দিয়েছে। শুক্রবার বিকালে সবুজবাগ থানা ছাত্রলীগের সভাপতি মেসবা উদ্দিন পাভেল ও সাধারণ সম্পাদক শোভন আহমেদ সুজন স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানা যায়, ঢাকা মহানগর দক্ষিন এর সবুজবাগ থানা ছাত্রলীগে জরুরী সিদ্ধান্ত অনুযায়ী সবুজবাগ থানার ৪ নং ওয়ার্ড ছাত্ররীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং উপ- প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজলে রাব্বীর বিরুদ্ধে মাদকে সেবনের সংবাদ প্রকাশ পায় গণমাধ্যমে। এতে সংগঠনের ভাবমূর্তি খুন্ন হওয়ায় তাদেরকে সংগঠনের প্রাথমিক সদস্যসহ সকল পদ-পদবি থেকে অব্যাহতি দেয়া হলো।