মান্দায় ঘর পেলেন ১৭৭ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার

news paper

মান্দা প্রতিনিধি

প্রকাশিত: ২৩-৩-২০২৩ দুপুর ১:৫৯

16Views

নওগাঁর মান্দায় আশ্রয়ন প্রকল্প -২ এর আওতায় চতুর্থ পর্যায়ে ঘর পেলেন আরো ১৭৭টি ভূমি গৃহহীন পরিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে দেশব্যাপী এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদের অডিটোরিয়াম রুমে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। 
 
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু বক্কার সিদ্দিক এর সভাপতিত্বে উদ্বোধনী সভায় টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক (এমপি) ।  অন্যদের  মধ্যে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) জাকির মুন্সী,মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা  সিদ্দিকা রুমা, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফছার আলী মন্ডল ও উপকারভোগী,ফজলুর রহমান প্রমুখ।

আরও পড়ুন