কয়রায় জাকারিয়া শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

news paper

সম্রাট, কয়রা

প্রকাশিত: ১৯-৩-২০২৩ বিকাল ৫:৪

126Views

কয়রা উপজেলার ঐতিহ্যবাহি বিদ্যাপিঠ জাকারিয়া শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান গতকাল রবিবার সকাল ১০ টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।  বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মহারাজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে ও মোঃ রাসেল হোসনের পরিচালনায়  এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ শাহাবাজ হোসেন, সাবেক প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম, সহকারী  শিক্ষক বশির উদ্দিন, বিন্দ শেখর সরকার,বিদ্যালয়ের অভিভাবক সদস্য জিল্লুর রহমান, আঃ মান্নান, শিক্ষার্থী আব্দুল্যাহ আল মামুন, শারমিন আক্তার প্রমুখ। আলোচনা শেষে এ বারের ৩৬ জন অংশ গ্রহনকারী পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়।  দোয়া মাহফিল পরিচালনা করেন  শিক্ষক মোঃ আবুল বাশার। এ ছাড়া একই অনুষ্ঠানে ২০২২ সালের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করার পাশাপাশি অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মননা প্রদান করা হয়। 


আরও পড়ুন