শিবগঞ্জে রপ্তানীযোগ্য নিরাপদ আমের উৎপাদন বৃদ্ধিতে করণীয় ও সম্ভাবনা সম্পর্কে কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশিত: ১৯-৩-২০২৩ দুপুর ৩:৯
রবিবার সকাল ১০ ঘটিকার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটরিয়াম রুমে অনুষ্ঠিত হলো রপ্তানীযোগ্য নিরাপদ আমের উৎপাদন বৃদ্ধিতে করণীয় ও সম্ভাবনা সম্পর্কে কর্মশালা। GAP ও HACCP এর মাধ্যমে এগ্রো প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল বানিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্ট অ্যাসোসিয়েশন এর সহোযোগীতায় এম কোরাই়শী মিলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক মোঃ শেফাউল মুলক, চেয়ারম্যান, কানসাট ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি ড. মোঃ জমির উদ্দিন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (অবঃ) আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ। ড. বিমল কুমার প্রামানি, উপ-পরিচালক হটিকালচার সেন্টার, কল্যাণপুর চাঁপাইনবাবগঞ্জ। মোঃ শুকুর উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্ট অ্যাসোসিয়েশন সহ আরও উপস্থিত ছিলেন আম উদ্যোক্তা ও আমচাষীগণ।