ফুলছড়িতে শিলাবৃষ্টি ভুট্টা ও বোরো ধানের ব্যাপক ক্ষতি

news paper

মজিবর রহমান, গাইবান্ধা

প্রকাশিত: ১৯-৩-২০২৩ দুপুর ৩:২

63Views

ফুলছড়ি উপজেলায় হঠাৎ শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।গত রাত দুইটার দিকে আকাশে মেঘ দেখা দেয়। কিছু সময় পরেই শুরু হয় বজ্রপাত। মেঘের গর্জনের সঙ্গে বৃষ্টির পাশাপাশি শুরু হয় শিলাবৃষ্টি।

ফুলছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানা গেছে, উপজেলার ফজলুপুর, ফুলছড়িসহ কিছু এলাকায় ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। এছাড়া  উপজেলার বিভিন্ন এলাকায় শুধুমাত্র বৃষ্টির খবর পাওয়া গেছে। ফুলছড়ি ইউনিয়নের বাজে ফুলছড়ি এলাকার তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তা মানোয়ার হোসেন বলেন, হঠাৎ শিলাবৃষ্টিতে গম, আলু ও সবজি ক্ষেতের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে

শনিবার  দিনগত মধ্যরাতে হঠাৎ শিলা বৃষ্টি হয়েছে গাইবান্ধার সদর ও ফুলছড়ি উপজেলাসহ বেশ কিছু এলাকায়। প্রায় দের ঘন্টা ধরে চলা বৃষ্টিতে কোথাও কোথাও শিলার স্তূপ জমে বরফের মতো সাদা হয়ে যায়। রাত ২.৩০টার দিকে হঠাৎ করে ভারি বাতাস বইতে শুরু করে। এরপর বৃষ্টির সঙ্গে শিল পড়া শুরু হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘুমন্ত মানুষের মধ্যে। রাত সাড়ে ৩ টা পর্যন্ত প্রায় আধা ঘণ্টার বেশি বৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকায়।বৃষ্টির কারণে জমির উঠতি ইরি বোর ধান, ভুট্টা, গোমসহ বিভিন্ন ফসলের বেশ ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা। এছাড়া শিলা বৃষ্টিতে সদ্য গুটি আসা আম ও লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে।

ফুলছড়ি উপজেলা সাতটি ইউনিয়নসহ এলাকার অসংখ্য গাছপালা ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত হয় ধান, ভুট্টা, গোম ও সবজিসহ প্রায় সাড়ে ৮ হেক্টর জমির বিভিন্ন ফসল। এদিকে বাজেফুলছড়ি গ্রামে ব্যাপক শিলা ও বৃষ্টিপাত হয়েছে। শিলাবৃষ্টির কারণে ভুট্টা পেঁয়াজ, রসুন, গম, ইরি বোড় ধান ও আমের মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে।

উড়িয়া ইউনিয়নের ভুশির ভিটা গ্রামের  কৃষক  ইসমাইল হোসেন বলেন, ‘হঠাৎ শিলাবৃষ্টি কারনে হামার আলু, পেঁয়াজ, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি হয়েছে। পাঁচ বিঘা জমিতে ভুট্টা আবাদ করছি আজ সকালে গিয়ে দেখি প্রায় এক বিঘা জমির ভুট্টা গার শুয়ে পরে ক্ষেত নষ্ট হয়ে গেছে। শিলাবৃষ্টির কারণে ভুট্টার গাছ ও ভুট্টারকলা গুলো ফুটো হয়ে গেছে। তাই এবার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।'

ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিন্টু মিয়া বলেন , উপজেলার বিভিন্ন গ্রামের উপর দিয়ে শিলাবৃষ্টি বয়ে গেছে। এতে ভুট্টা ও সবজি  ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমার মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ কৃষকের ফসল ক্ষেতে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির বিষয়ে প্রতিবেদন জমা দেবে। আগামীকাল সোমবার ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা হবে।


আরও পড়ুন