২০২৪ এ লাবু চৌধুরীর হাতকে শক্তিশালী করার প্রত্যয় নিয়ে গঠিত হলো চরযশোরদী ইউনিয়ন কৃষক লীগ
প্রকাশিত: ১৯-৩-২০২৩ দুপুর ২:৫৯
ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নে কৃষক লীগের নতুন কমিটি গঠন করা হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি নান্নু মোল্লার সভাপতিত্বে সহ সভাপতি প্রফেসর ফায়েকুজ্জান এর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক ও চরযশোরদী ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান আরিফুর রহমান পথিক তালুকদার।
প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি হাজী মোঃ জিন্নাহ সরদার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ জিন্নাত আলি মুন্সি, উপজেলা কৃষক লীগের সহ সভাপতি বাকি মিয়া, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, অত্র ইউনিয়ন এর নির্বাচিত জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ ও সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তাগন আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে শক্তিশালি করবার প্রত্যয় নিয়ে এই কমিটি উপহার দিলেন।
অত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছেন আঃ কুদ্দুস মুন্সি, সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিহির, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম ফকির।