শিবগঞ্জে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

news paper

আব্দুল কাদির, শিবগঞ্জ

প্রকাশিত: ১৮-৩-২০২৩ রাত ৮:৪৮

22Views

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বঙ্গবন্ধু এলইডি কাপ ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রঘুনাথপুর খেলা ঘর আয়োজিত শনিবার বিকালে রঘুনাথপুর মশা বাজারে অনুষ্ঠিত ফাইনালে ৮১-৫৮ পয়েন্টে বিনোদপুর ভলিবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন রঘুনাথপুর ভলিবল দল। খেলা শেষে রানার আপ ও চ্যাম্পিয়ন দলের মাঝে পুরস্কার তুলে দেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। মোবারকপুর ইউনিয়ন পরিষদের সাবেক ওয়ার্ড সদস্য আফজাল হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলোমগীর রেজা, দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আজমল হক বাদশা, ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুল কাদের মন্ডল ও বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামিল উদ্দিন মাস্টারসহ অন্যরা। সার্বিক সহযোগিতায় ছিলেন আরসাদ আলী ও সেলিম রেজা।


আরও পড়ুন