নতুন আরও ৫০ মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

news paper

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬-৩-২০২৩ দুপুর ১১:৩৩

37Views

তৃতীয় ধাপে নতুন আরও ৫০টি মডেল মসজিদের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

 বৃহস্পতিবার ১৬ মার্চ গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশে এসব মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন তিনি।

এর আগে প্রথম ধাপে ২০২১ সালে ৫০টি এবং এ বছরের জানুয়ারি মাসে দ্বিতীয় ধাপে আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করা হয়। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় আওয়ামী লীগ সরকারের এ মডেল মসজিদ স্থাপন প্রকল্প বিশ্বের ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। এ নিয়ে মোট ১৫০টি মডেল মসজিদ উদ্বোধন করা হলো।

 


আরও পড়ুন