খুনসুটি ভালোবাসা

news paper

সাহিত্য ডেস্ক

প্রকাশিত: ১২-২-২০২৩ দুপুর ৩:৪৫

56Views

খুনসুটি ভালোবাসা
  নিপুন দাস

তোমাকে ভালোবাসি মানে তোমার সবটা জুড়েই ভালোবাসি।
তোমার সারাদিনের ব্যস্ততা, তোমার কর্মব্যস্ততার পর,
ওই ক্লান্তি ভরা দু’চোখকে ভালোবাসি।
ভালোবাসি যখন বলেছি, তখন যে কোনো অবস্থানে,
যেকোনো ভাবেই তোমাকে ভালোবাসি।

ঘামে ভেজা ক্লান্ত শরীর, নির্ঘুম রক্তচোখ,
অবসাদগ্রস্ত তাকিয়ে থাকা সবকিছুকে ভালোবাসি।
জানি, খুব করে চাওয়ার পরেও তোমাকে হয়তো কাছে পাবো না,
হয়তো হবে না বলে ওঠা অনেক না বলা কথা,
হাতে হাত রেখে হাঁটা হবে না যোজন যোজন পথ!
তবুও তোমায় ভালোবাসি!

এই দূরে থাকা, এই তীব্র চাওয়া, এই নীরব টান,
সবকিছু মিশিয়েই ভালোবাসি।
কারণে -অকারণে তোমার অবাধ শাসন,
তুমুল ঝগড়ার পর তোমার উষ্ণ-মিষ্টি ভালোবাসার ডাক;
যখন-তখন আমার কারণবিহীন রাগের বাহানা,
এই ছেড়ে যাবো বলে আরও বেশিই কাছে আসা,
আমাদের খুনসুটি ভালোবাসার সময়, সব মিলিয়ে ভালোবাসি!

ভালোবাসি যখন -
তোমার চারপাশের পুরো জগতটাকেই আমি ভালোবাসি,
তোমার জন্য অপেক্ষা করতে ভালোবাসি,
কখনো বা তোমার ছোট্ট একটা ম্যাসেজ পেতে,
কখনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে করতে
তোমাকে নিয়েই কবিতা লিখতে ভালোবাসি ;
ঠিক এখন যেমন লিখছি আমি!
তোমাকে...! হ্যাঁ তোমাকে ভালোবাসি;
কারণে অকারণে, সময়ে অসময়ে ভালোবাসি,
যতটা তুমি ভাবো, যতটা তুমি বোঝো, যতটা তুমি খোঁজো!
তার থেকে সহস্র গুণ বেশি ভালোবাসি।


আরও পড়ুন