অভয়নগরে রোটার‍্যাক্ট ক্লাব অব কালীগঞ্জ পূর্ণতা ২০২৩-৭ম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

news paper

মতিন গাজী, অভয়নগর

প্রকাশিত: ১১-২-২০২৩ দুপুর ৪:৪২

43Views

অভয়নগরে রোটারের্ক্ট ক্লাব অব কালীগঞ্জ পূর্ণতা-২০২৩-৭ম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১০ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধায় নওয়াপাড়া আকিজ সিটি,এঞ্জেলায় রোটারের্ক্ট ক্লাব অব কালীগঞ্জ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রোটারেক্ট এর সভাপতি জাকির হোসেন হৃদয়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যশোর জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক ছাত্রনেতা,ইন্জিনিয়ার আরশাদ পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক,ডি আর আর আব্দুল কায়ুম রোটাঃ বিবেকানন্দ মন্ডল,রোটাঃ শাহ্ শাফিউজ জালাল,রোটাঃ দিলরুবা আক্তার,রোটাঃ ফারাজী নাসির উদ্দীন,এছাড়াও বিভিন্ন ক্লাবের রোটারিয়ান রোটারেক্ট ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শুরু কুরআন থেকে তেলোয়াত ও অতিথিদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ ও ক্রেস প্রদানের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন রোটাঃ হাফিজুর রহমান এবং সার্বিক সহযোগিতা করেন,চাটার প্রেসিন্ডেন্ট রোটাঃ মাহমুদুল হাসান রাজু।

আরও পড়ুন