ধর্মপাশায় সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
প্রকাশিত: ২৫-১-২০২৩ দুপুর ৪:৫৬
সুনামগঞ্জের ধর্মপাশায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার। বুধবার দুপুর বারোটায় উপজেলা পরিষদ গণমিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক রোকন, নবাগত ইউএনও শীতেষ চন্দ্র সরকার, ধর্মপাশা প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক চয়ন কান্তি দাস, সাংগঠনিক সম্পাদক মো. শহীদুল ইসলাম শাহীন, আমাদেরসময় প্রতিনিধি সাজিদুল হক, প্রতিদিনের সাংবাদ প্রতিনিধি ফারুক আহমেদপ্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক হাফিজুল হক, ভোরের দর্পন প্রতিনিধি সাদ্দাম হোসেন, কালবেলা প্রতিনিধি মনোয়ার হোসেন মজুমদার, সাংবাদিক ইমাম হোসেন, এম.এম.এ রেজা পহেল, মো. মিঠু মিযা, হাফিজুল হক চয়ন, আরিফ খান, নূর রহমান তুষার প্রমুখ।