২৪ জানুয়ারি শেখ হাসিনাকে হত্যার নীল নকশা ছিল : মফিজ

news paper

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ২৫-১-২০২৩ দুপুর ৩:৫৭

50Views

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, স্বৈরশাসকের নজীরবিহীন গণহত্যা চট্টগ্রামের ২৪ জানুয়ারির গণহত্যা। আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার নীল নকশা ছিল এটি। স্বৈরশাসকরা ক্ষমতা চিরস্থায়ী করার জন্য এ গণহত্যা চালিয়েছিল। শেখ হাসিনাকে বেশ কয়েকবার হত্যার ষড়যন্ত্র হয়েছিল, ২৪ জানুয়ারি চট্টগ্রামের গণহত্যা ছিল তার অন্যতম। ২৪ জানুয়ারি শেখ হাসিনার কিছু একটা হলে দেশ আজ জঙ্গীর দেশে পরিনত হতো। বাংলাদেশের ইতিহাস ভিন্ন হত। সাধারণ জনগণ অসহায় হয়ে যেতো। তিনি দেশের স্বার্থে শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় ঐক্য সুদৃঢ় করার আহবান জানান। গত মঙ্গলবার (২৪ জানুয়ারি) আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয়ে চট্টগ্রামে গনহত্যা দিবস পালন উপলক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসায় দেশে স্বৈরশাসনের পতন হয়েছে। পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার পথ চিরতরে বন্ধ হয়েছে। দেশে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের ধারক, বাহক জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি দেশ উন্নত বিশ্বের সাথে তাল মেলাতে শুরু করেছে। সভায় অন্যান্যদেও মাঝে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা এড: মুজিবুল হক, আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, নাছির আহমদ চেয়ারম্যান, আবুল কালাম আজাদ, নাছির উদ্দিন, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সাবেক আহবায়ক মো: ফারুক, মোহাম্মদ আমির উদ্দিন চৌধুরী, আবদুল মালেক খান, উজ্জ্বল ধর, মোহাম্মদ ইলিয়াছ, সুরেশ দাশ, মোহাম্মদ আলাউদ্দিন প্রমুখ।


আরও পড়ুন