লোহাগাড়ায় ফসলি জমির মাটি কাটায় এক্সেভেটর ও ডাম্পার জব্দসহ ৫ জনকে জরিমানা

news paper

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৫-১-২০২৩ দুপুর ১:৩৫

30Views

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ও বড়হাতিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে ফসলি জমির টপ সয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী অভিযানকালে লোহাগাড়া থানার এসআই সত্যজিতসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ উল্যাহ জানান -গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার কলাউজানের ৪নং ওয়ার্ড এলাকায় টপসয়েল কাটার অপরাধে নাজিম উদ্দিনকে ১ লক্ষ ৫০হাজার টাকা, একই ইউনিয়নের ২নং ওয়ার্ডে ফরিদুল আলমকে ৫০হাজার টাকা, অপরদিকে বড়হাতিয়ায় ৪নং ওয়ার্ড হাদুর পাড়া এলাকায়  জামাল হোসেনকে  ৫০হাজার টাকা, ২টি ডাম্পারের চালককে ৮ হাজার টাকাসহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৫ জনকে ২লক্ষ ৫৮ হাজার টাকা জরিমানা  করা হয়েছে। এছাড়া ৩টি স্কেভেটর ও ৩টি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে।
জনকল্যাণে ও জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


আরও পড়ুন