অভয়নগর ভৈরব নদীর তীর থেকে গলাকাটা লাশ উদ্ধার

news paper

মতিন গাজী, অভয়নগর

প্রকাশিত: ১৫-১-২০২৩ রাত ৮:৫৬

29Views

১৫ জানুয়ারি (রবিবার) বিকালে ভৈরব নদীর সেতু সংলগ্ন দক্ষিণ দেয়াপাড়া এলাকায় লাশটিকে দেখতে পাওয়া যায়। লাশটি গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
 
স্থানীয় ইউপি মেম্বার আবদুল্লাহ আল মামুন জানান, এলাকাবাসী রবিবার বিকালে ভৈরব নদীর তীরে সরিষা ক্ষেতে লাশটিকে দেখতে পেয়ে তাৎক্ষণিক আমাকে খবর দেয়। খবর পেয়ে ঘটনা স্থানে গিয়ে লাশ দেখতে পেয়ে শ্রীধরপুর ক্যাম্প পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনা স্থানে উপস্থিত হন।
 
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ লাশটিকে দেখতে নদীর তীরে ভীড় জমান,তবে এখনও পর্যন্ত লাশটিকে কেউই শনাক্ত করত পারেনি। অভয়নগর থানার ওসি এ কে এম শামীম হাসান জানান,গলাকাটা লাশটির খবর পেয়ে তিনি ঘটনা স্থানে হাজির হয়েছেন ।কে বা কারা তাকে হত্যা করেছে,তা এখনও জানা যায়নি,তাছাড়া এখনও পর্যন্ত লাশটির পরিচয়ও পাওয়া যায় নি,লাশটির গলায় ধারালো অস্ত্র এবং  মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে, ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অনেকগুলো টিম তদন্তের কাজ শুরু করেছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন